গাইবান্ধা জেলা প্রতিনিধি-ডাঃ ওবাইদুল ইসলাম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তার ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধনের মাত্র দুই দিনের মাথায় চু-রি ও লু-টপাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে তী-ব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ২০ আগস্ট বহুল আলোচিত এ সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। কিন্তু এর পরদিনই সেতুর পাশে থাকা চাইনিজ নির্মাণ ক্যাম্প থেকে রড, ইট, বালি ও সিমেন্টসহ নানা ধরনের নির্মাণসামগ্রী লু-টপাট হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
উদ্বোধনের দ্বিতীয় দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যায়—সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার পর্যন্ত চু-রি হয়ে যায়। এ দৃশ্য সেতুতে কর্মরত এক শ্রমিক ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রু-ত ভাই-রাল হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জাতীয় সম্পদ উদ্বোধনের পরপরই যদি এভাবে চু-রি-লু-টপাটের শিকার হয়, তবে এর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়। প্রশাসনের অবহেলা ও তদারকির ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।
এলাকাবাসী দ্রুত সেতুর নিরাপত্তা ব্যব-স্থা জোরদার এবং দায়ীদের চি-হ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।