1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থার প্রতিকারে দেশের দায়িত্ব নিতে চান ড. রফিকুল আমীন

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, দেশের মূল সংকট হলো পরিকল্পনাহীন উন্নয়ন, দুর্নীতি নির্ভর শাসনব্যবস্থা এবং আইনের শাসনের অনুপস্থিতি। এসব দুর্বলতা কাটিয়ে উঠতে তিনি নিজেই দেশের দায়িত্ব নিতে প্রস্তুত বলে ঘোষণা দেন।

শুক্রবার রাজধানীর বিএমএ অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি একাত্তরের মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, “তাদের ত্যাগই আমাদের অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

রফিকুল আমীন আরও বলেন, এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলা হবে যেখানে ধর্ম-বর্ণের বিভাজন থাকবে না। সকল মানুষকে সম্পৃক্ত করেই একীভূত জাতি হিসেবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।

সম্মেলনে দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমাদের মামলা, হামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। সাধারণ মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে আমরা আবারও রাজপথে নামতে প্রস্তুত।”

তিনি অভিযোগ করে বলেন, “অনেকে রাজনীতিতে বড় বড় কথা বললেও নিজেদের সন্তানদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ দেয়। অথচ আমরা এই দেশের মাটিতেই সংগ্রাম করছি এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখে লড়েছি।”

দলের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews