নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু বক্তব্য ও শর্ত সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি করছে।
জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই নানা মহল থেকে নতুন নতুন শর্ত ও বক্তব্য আসছে, যা জনগণকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চালিয়েছে। এখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবেও কিছু মহল বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, “যারা শর্ত দিচ্ছেন, তাদের প্রতি আহ্বান— রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। জনগণের ভোটাধিকার রুদ্ধ করার চেষ্টা করা উচিত নয়।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিনিধিত্বমূলক (PR) ভোট পদ্ধতি কোনো সমাধান নয়। তার অভিযোগ, নির্বাচন সামনে রেখে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং স্বৈরশাসনের পথ প্রশস্ত করছে।
আলোচনায় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন। তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা মূলত অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বা অবৈধ স্বার্থসিদ্ধির জন্য ঘটেছে, ধর্মীয় কারণে নয়।
ছবি সংগৃহিত