রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা হাতেমতলা এলাকায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) মাগরিব বাদ স্থানীয় আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, উপজেলা নায়েবে আমির ডা. রেজাউল কবির খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান ও সেক্রেটারি মাওলানা গোলাম রসুল।
সভায় সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি হাফেজ মো. হাফিজুর রহমান এবং পরিচালনা করেন সহ-সেক্রেটারি মাস্টার মিরাজুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহীম খলিল ফারুকী, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা ইমাম হোসেন, মাওলানা ইমান আলী গাজী, মাওলানা রেজাউল করিম, সাইফুল ইসলাম, মনির হোসেন, হাফেজ মাওলানা আলামিন ও আল মামুনসহ অনেকে।
অনুষ্ঠান শেষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।