জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃ’ত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে পৌরসভার কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মা’কে সঙ্গে নিয়ে শিশু সুমাইয়া নানির বাড়ি বেড়াতে আসে। রাতে ঘরে কাজ করার সময় মা তাকে বিছানায় বসিয়ে রাখেন। এ সময় পরিবারের অগোচরে বিছানায় রাখা চানাচুর মুখে দেয় সুমাইয়া। চানাচুরটি গলায় আটকে গেলে পরিবারের সদস্যরা তা বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃ’ত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সবাইকে শিশুদের খাদ্য গ্রহণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।