রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশি পি’স্তল, গু’লি ও মাদ’কদ্রব্যসহ সাব্বির হ’ত্যার প্রধান আসামি ও তার সহযোগী তিনজনকে গ্রে’প্তার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মধ্যপাড়া রাজাপুর বালুর মাঠ এলাকায় অভিযানের মাধ্যমে সাব্বির হ’ত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও সহযোগীদের তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রে’প্তারকৃতরা হলেন:শেখ হাফিজ (৩২), যিনি “বি কোম্পানি” নামে পরিচিত, একাধিক হ’ত্যা মামলার আসামি ও সাব্বির হত্যার প্রধান আসামি।তানজিল হাসান জ্যোতি (৩৭)মোঃ মাসুম শেখ (২২)মোঃ দীপু শেখ (২৪)অভিযানে তাদের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে:একটি বিদেশি পি’স্তলএকটি চা’পাতি দুটি ছো’রা একটি বড় সুইস গিয়ার নাইফ প্রায় দুই কেজি গাঁ’জা
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা স’ন্ত্রাসী ও মা’দক মামলার এই আসামিদের আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে অ’স্ত্র ও মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।”