সুবর্ণ নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে শুধু জাতীয় পর্যায়েই নয়, স্থানীয় পর্যায় থেকে শুরু করে দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায় আছে। গত বছরের ৫ আগস্ট মানুষ একবার হলেও স্বস্তির শ্বাস নিতে পেরেছিল। এখন সাধারণ নাগরিক থেকে শুরু করে নিরপেক্ষ মহলও বিএনপির কাছ থেকে ভালো কিছু আশা করছে। সেই প্রত্যাশা পূরণে দলের ভেতরের গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে।
রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, আড়াই বছর আগে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে যে সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল, তা এখন সবার আলোচনায়। সুযোগ পেলে জনগণ ও সব অংশীজনকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ফাইল ছবি