নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলার রূপসা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস নেতৃত্বে শুক্রবার সকালে রূপসা থানার রাজাপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী মোঃ সুমন মিয়া এবং একই গ্রামের রানী বেগম এর বাড়িতে বিশেষ অভিযানে অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পাইপ গান, মাদক সেবনের দেশি জাতীয় সরঞ্জাম, পাসপোর্ট, বিভিন্ন ডকুমেন্ট, একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুমন মিয়া (৪৩) ও একই গ্রামের রানী বেগম (৩০)।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
অভিযানে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ, আইজগাতি ক্যাম্প ইনচার্জ এসআই আশরাফসহ যৌথ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।