নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সদরে রূপালী ব্যাংক থেকে হোচলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রবিউল ইসলাম এর স্ত্রী ফকিরহাট রুপালী ব্যাংক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা তুলে নিয়ে বের হওয়া মাত্রই তিনজন মহিলা কাছে এসে অভিনব কায়দায় বলে আপনার বাচ্চা কাঁদছে বাহানা করে ধরতে গিয়ে ব্যাগে রাখা সম্পূর্ণ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।
ছিনতাইকারীরা হলো ১) শুবা খাতুন (২৪) ২) রিনা বেগম (৩৫) ৩) তানিয়া (২২)সবার বাড়ি গ্রামঃবলরামপুর থানাঃ নাগরপুর জেলাঃ টাঙ্গাইল। মহিলার চিৎকারে পাশের লোকজন বাজারের ভিতর থেকে এই তিনজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয় এবং টাকা উদ্ধার হয়েছে। ফকিরহাট থানা পুলিশ উপস্থিত হয়েছেন, আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।