গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ঘোষিত গোপালগঞ্জ সফর ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দিনভর সহিংসতায় ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিবিসি বাংলার এক প্রতিবেদেনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
অন্যদিকে, হামলা ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৮.০০ টা থেকে ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে প্রশাসন।