সুবর্ণ নিউজ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে হ’ত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত সাত পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলামসহ সাত পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপ’রাধ ট্রাইব্যুনাল দুই। আজ তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
এই মামলার ১৬ আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে উর্ধ্বতন নেতৃত্ব এবং বাকিদের বিরুদ্ধে ঘৃণ্যতম অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
এদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য, বাকি দুজনের একজন সাবেক সংসদ সদস্য ও আরেকজন যুবলীগ নেতা রনি ভূঁইয়া। এর আগে ১৯শে জুন এ মামলার তদন্ত প্রতিবেদন পায় প্রসিকিউশন।
এই মামলায় দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।