সুবর্ণ নিউজ -রূপসা প্রতিনিধি
ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে। রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিবন্ধী শিশুরা পেলেন ঈদুল আযহার জন্য সরকারের বরাদ্দকৃত চাউল। চাউল পেয়ে প্রতিবন্ধী শিশু ও তার অভিভাবকরা অত্যন্ত খুশি। অভিভাবক রিফাত এর মা বলেন আমরা গরীব। প্রতিবন্ধী বিদ্যালয় থেকে আজ আমাদের যে চাউল দেয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি। ইউ এন ও স্যার রূপসা, আকাশ কুমার কুন্ডু ও ৫ নং ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য দোয়া করেন।আরো বেশি এই প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করেন। ডাঃ খান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে,প্রধান শিক্ষক রবিউল ইসলামে সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু,এই সময় আরো উপস্থিত ছিলেন শরিফ মোল্লা (সি: শিক্ষক চাঁদপুর দাখিল মাদ্রাসা) শিক্ষক মোস্তামিক বিল্লাহ, তানিয় খানম, সোনিয়া খানম,মোস্তাফিজুর রহমান,আলআমিন, ইকলিমা খানম,আরশিদা আক্তার, আলতাফ হোসেন খান,আমেনা খানম,পপি আক্তার,আছিয়া,মরিয়াম লিটন সহ প্রমুখ।