1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান আটক

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৯ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল ইসলাম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার (২১ মে) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের পরিচয় ও রাজনৈতিক পদবি নিচে তুলে ধরা হলো:

২ নম্বর উড়িয়া ইউনিয়ন: চেয়ারম্যান কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে মনোনীত হয়ে নির্বাচিত হন।

১ নম্বর কঞ্চিপাড়া ইউনিয়ন: চেয়ারম্যান সোহেল রানা শালু, সাধারণ সম্পাদক, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। তিনিও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত।

৭ নম্বর ফজলুপুর ইউনিয়ন: চেয়ারম্যান আনসার আলী মন্ডল, সহ-সভাপতি, ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

৫ নম্বর ফুলছড়ি ইউনিয়ন: চেয়ারম্যান আজহারুল ইসলাম হান্নান মন্ডল, সহ-সভাপতি, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ। নৌকা প্রতীকেই বিজয়ী হন।

৬ নম্বর এরেন্ডাবাড়ি ইউনিয়ন: চেয়ারম্যান আবদুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক, এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ। তিনি নৌকা প্রতীক ব্যবহার করেন।

৪ নম্বর গজারিয়া ইউনিয়ন: চেয়ারম্যান খোরশেদ আলম খুশু, তিনি জাসদ সমর্থিত।

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দল নিষিদ্ধ ঘোষণার পরও তারা অনলাইনে পলাতক সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

বুধবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “আটককৃতরা দলীয় পরিচয়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় যুক্ত ছিলেন। ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews