সুবর্ণ নিউজ ডেস্ক
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে ১৬ মে, ২০২৫ ইং সুবর্ণ ভবনের ১২ তলায় ড.মো: রেজাউল কবির (বিএমএস)এর সভাপতিত্বে, ডাঃ আনিসুজ্জামান এর সঞ্চালনায় সম্মিলিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সমগ্র বাংলাদেশে থেকে আগত সোসাইটির নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে তাদের দাবি দাবা উপস্থাপন করেন।
সভাপতি তার বক্তব্যে সকল প্রশ্নের উত্তর দেন
তিনি বলেন ফাউন্ডেশনের একটি কুচক্রী মহল সেবা কেন্দ্রের জনবলের ভাগ্য উন্নয়নে যারা কাজ করছেন তাদের নিয়ে কুৎসা রটনা শুরু করেছে।আপনারা জানেন কারা এ ধরনের কুৎসা রটনা করতে পারে তাদের ভালো চেনেন ও এদের থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। আপনাদের জিও ও প্রবিধি নিয়ে কুচক্রী মহল
দৌড়ঝাঁপ শুরু করেছে, ইনশাল্লাহ তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হবে না। ইনশাল্লাহ দ্রুত জিও এবং প্রবিধি পাস হবে।
এতদিন বোর্ড কমিটি ছিল না তাই বিলম্ব হয়েছে আপনারা উচ্চতার গ্রেড পাচ্ছেন ও সরকারি সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। শুধু সময়ের অপেক্ষা। সোসাইটির সকল নেতৃবৃন্দকে একত্রিত থাকার অনুরোধ জানান। সোসাইটির নাম ভাঙ্গিয়ে যদি কেউ কিছু করতে চায় বা বদলি বাণিজ্য করে তাকে চিহ্নিত করুন তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। অডিওমেট্রিশিয়ান মোঃ শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি বলেন অডিওমেট্রিশিয়ান এবং অপ্টোমেট্রিশিয়ান গানকে টেকনিক্যাল লাইনেই পদোন্নতির ব্যবস্থা রাখা হচ্ছে।
আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাঃ আনিসুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি হানিফ ব্যাপারী সাংগঠনিক সম্পাদ মোঃ সোহাইল হোসেন, কিশোর চন্দ্র মন্ডল, এম কে পারভেজ, কামরুল হাসান সহ প্রমুখ।