সুবর্ণ নিউজ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে সারাদেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ (২৩ এপ্রিল) বুধবার সারাদিন সারাদেশে ক্লাস বর্জন করবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
‘শাহবাগ ব্লকেড’ নামের এই কর্মসূচিতে বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান, যেমন—‘এক দুই তিন চার, মাসুদ তুই গদি ছাড়’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘আমার ভাই অনশনে, ইন্টেরিম কি করে’। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট অবরোধের পর রাত ১২টা ১৫ মিনিটে কর্মসূচি ঘোষণা করে তারা শাহবাগ ত্যাগ করেন।
অন্যদিকে, কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অনশন অব্যাহত রয়েছে। এই আন্দোলন এখন কেবল কুয়েটের সীমায় নয়—ছড়িয়ে পড়েছে সারাদেশের ছাত্রসমাজে।