রূপসা প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় ইসরাইলির বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে পূর্ব রূপসায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদাসোর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পূর্ব রূপসা ঘাট এলাকা প্রদক্ষিণ করে রেলস্টেশন মোড়ে সমাশের মধ্য দিয়ে শেষ হয়। দুর্বার ইসলামিক সোসাইটি এ্যান্ড রিসার্স ইন্সটিটিউট এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মিজানুর রহমান। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন হাফেজ মোস্তাফিজুর রহমান সোহাগ, হাফেজ মোঃ সাব্বির হাসান, হাফেজ তাহমিদ, অপূর্ব, ইসমাইল হোসেন, মোঃ রাতুল, ইসরাইল হোসেন, নূর ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, অহিদুজ্জামান, নূর ইসলাম, মোঃ ইকরাম হোসেন, মোঃ আব্দুলল্লাহ প্রমুখ।