1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

গ্রিসের আকাশে উড়ছে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের যুদ্ধবিমান

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসে শুরু হয়েছে ১৪ দেশের বিমান বাহিনীর সামরিক যৌথ মহড়া। দেশটির আন্দ্রাভিদা এয়ারবেসে শুরু হওয়া আন্তর্জাতিক যৌথ মহড়া ইনিওকোস ২০২৫ চলবে আগামী শুক্রবার (১১ এপ্রিল) পর্যন্ত। এ মহড়ার লক্ষ্য যৌথ সক্ষমতা ও সামরিক প্রস্তুতি জোরদার করা।

মহড়ায় দেখা গেছে, আকাশে উড়ছে নানা দেশের যুদ্ধবিমান। ইনিওকোস ২০২৫ নামের মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরাইল, কাতারসহ ১৪ দেশের সামরিক বিমান বাহিনী। পশ্চিম গ্রিসের আন্দ্রাভিদা এয়ারবেসে হেলেনিক এয়ার ফোর্সের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ যৌথ মহড়া।

নিজেদের সক্ষমতা বাড়ানো, যুদ্ধ পরিস্থিতিতে যৌথ অভিযানের প্রস্তুতি নিশ্চিত করাই এ মহড়ার লক্ষ্য। মহড়ায় রয়েছে নানা ধরনের কম্ব্যাট মিশন। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অপারেশন, যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা, সময় সংবেদনশীল লক্ষ্য ধ্বংস করা এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন।

এছাড়া অত্যাধুনিক এফ-সিক্সটিন সিমুলেটরের মাধ্যমে ডিজিটাল অনুশীলনও চলছে। যুদ্ধক্ষেত্রে যুগপৎ অভিযানে প্রস্তুতি বাড়াতে এ ধরনের মহড়া কেবল সামরিক সক্ষমতাই নয়, কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করে তুলছে।

হেলেনিক এয়ার ফোর্স জানিয়েছে, ইনিওকোস মহড়াটি গত ১০ বছর ধরে গ্রিসে অনুষ্ঠিত হয়ে আসছে। এই মহড়ার প্রধান উদ্দেশ্য হলো একটি বৃহৎ পরিসরে কৌশলগত স্তরের মহড়া আয়োজন করা, যেখানে বিভিন্ন দেশ তাদের বিমানচালক, এয়ারক্রু এবং গ্রাউন্ড ক্রুদের এখানে পাঠায়। যাতে তারা একটি আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে অংশ নিতে পারে।

হেলেনিক এয়ার ফোর্সের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটা আমাদের জন্য সব সময়ই একটা দারুণ সুযোগ। কারণ এখানে অনেক দেশ অংশগ্রহণ করে। আমাদের এখানে চমৎকার কিছু অভিজ্ঞতা হয়েছে। কারণ আমরা সবাই মোটামুটি একই ধরনের কাজ করি, কিন্তু একেবারে একইভাবে নয়। তাই এসব দেশের সঙ্গে কাজ করতে পারা শুধু অংশীদার হিসেবে নয়, বন্ধু হিসেবেও সম্পর্ক গড়ে উঠে।

সুত্র -সময়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews