সুবর্ণ নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। বর্তমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এ ধরনের বিধান নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।
তিনি বলেন, “আমাদের দেশে যে পদ্ধতি প্রচলিত আছে, সেটাই অনুসরণ করতে হবে। পিআর পদ্ধতি আরপিওতে নেই। নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের এখতিয়ারও নেই।”
সিইসি আরও বলেন, পিআর পদ্ধতি চালু করতে হলে আরপিওর পাশাপাশি সংবিধানও সংশোধন করতে হবে। তবে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গে গেলে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলগুলো নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিক। তারা বুঝবেন কোনটা বাস্তবসম্মত আর কোনটা নয়। যদি পিআর পদ্ধতি চান, সেটি তাদের বোঝাপড়ার বিষয়।”
ছবি সংগৃহিত