মোস্তাফিজুর রহমান লিটন,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্হাপনা প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বরগুনার আমতলী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম সহকারী কমিশনার (ভুমি),আমতলী থানার সাব ইন্সপেক্টর মোঃ শওকত হোসেন। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মোল্লা, সাইফুল্লাহ নাসির, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আমতলী উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির তালুকদার, আমতলী মাছ বাজারের সভাপতি বাহাদুর হাসান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, আমতলী উপজেলা ক্ষুদ্র মৎস্য চাষীদের সভাপতি জলিল গাজী। সভায় উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা উপস্থিত ছিলেন এবং এ সময়ে মাছ শিকার থেকে বিরত থাকবেন বলে জানান।