রূপসা প্রতিনিধি
রূপসার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত রাজা স্মৃতি কিশোর স্মৃতি অনুর্ধ্ব-১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ। প্রধান অতিথির বক্তব্য দেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, নির্বাহী সদস্য মইনুল ইসলাম টুটুল এবং খুলনা জেলা ফুটবল দলের সাবেক কোচ মুস্তাকুজ্জামান।
প্রভাষক মেজবা উদ্দিন খান সেলির সঞ্চালনায় বক্তৃতা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আলম শেখ, ক্রীড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলীসহ অন্যান্য প্রজ্ঞাপনপ্রাপ্ত ব্যক্তিরা।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করে খুলনা ফুটবল একাডেমি ও রামপাল আদাঘাট ফুটবল একাডেমী। খেলায় খুলনা ফুটবল একাডেমি ১-০ গোলে আদাঘাট ফুটবল একাডেমীকে হারায়।
দ্বিতীয় খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ও ইন্টার মিলান ফুটবল একাডেমী বয়রার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। শহীদ মনসুর স্মৃতি সংসদ ২-০ গোলে ইন্টার মিলান ফুটবল একাডেমী বয়রাকে হারায়।
খেলা পরিচালনা করেন প্রভাষক বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও সুমন রাজু।