রূপসা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের বাগমারা ওয়ার্ড আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক সমাবেশ ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“আল্লাহর আইন চাই-সৎ লোকের শাসন চাই” এমই প্রতিপাদ্য সাথে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন আমির মুফতি মাওলানা মহিউদ্দিন।
বাগমারা ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ রকিব উদ্দিন রশিদের সভাপতিত্বে ও ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা জসিম উদ্দিন, মোহাম্মদ মুক্তারুজ্জামান, সেলিম উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কর্মসূচি ঘোষণার অংশ হিসাবে ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য দলমত নির্বিশেষে সকলকে খুলনায় উপস্থিত হওয়ার আহ্বান জানান।