নিজস্ব প্রতিবেদক, রূপসা (খুলনা):
খুলনার রূপসা উপজেলার আইচগাতীর সেনেরবাজার এলাকার রাজাপুর সল্ট রিফাইনারি মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম হাওলাদার (৩২) নামের এক শ্রমিকের মৃ*ত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম আইচগাতী ইউনিয়নের আইচগাতী গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে।
মিলের ম্যানেজার সৈয়দ আঁখির হোসাইন জানান, সকালে লবণের কাদা তোলার সময় মেশিন চালু অবস্থায় অসাবধানতাবশত রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিউলের ম*রদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রূপসা থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর সল্ট রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল ইসলাম।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মিল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ দু*র্ঘটনা ঘটেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম স্ত্রী, ৫ বছরের এক পুত্র ও ২ বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।