সুবর্ণ নিউজ ডেস্ক
শীতের শুরুতে বাজারে নতুন তরি-তরকারির সরবরাহ বেড়েছে। তবে দামে কোনো স্বস্তি নেই, বরং প্রতিটি সবজির দাম চড়া থাকায় বিপাকে পড়ছেন ক্রেতারা।
সরেজমিনে ফকিরহাট উপজেলার ফকিরহট বাজারে গিয়ে দেখা যায়, আলু প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা হলেও টমেটো ১৫০ টাকা, গাজর ২৫০ টাকা, সিম ২০০ টাকা, মিষ্টি কুমড়ো ৬০ টাকা, লাউ ৭০ থেকে ১০০ টাকা, করল্লা ৮০ থেকে ১০০ টাকা, পটল ৮০ টাকা, কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে অন্যান্য সবজির দামও উচ্চ পর্যায়ে অবস্থান করছে।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন মধ্যবিত্ত, নিম্ন আয়ের পরিবার ও দিনমজুর শ্রেণির মানুষ। স্থানীয় গার্মেন্টস শ্রমিক, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষদের জন্য বাজার করা ক্রমেই কষ্টকর হয়ে উঠেছে।
কথা হয় বাজারে আসা ক্রেতা মো. ছালাম বিশ্বাসের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা লাউ ৭০ থেকে ১০০ টাকা, করল্লা কেজিতে ৮০ থেকে ১০০ টাকা, ভেন্ডি ৭০ টাকা, লাল শাক আটি ৪০ থেকে ৫০ টাকা—এ অবস্থায় বাজার করা আমাদের সামর্থ্যের বাইরে।”
অন্যদিকে ব্যবসায়ী মো. ছালমান বিশ্বাস জানান, টানা বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে। ফলে দামে অস্থিরতা তৈরি হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অতি মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করছে।
ভোক্তারা মনে করছেন, বাজার মনিটরিং জোরদার না করলে এবং সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে নিত্যপণ্যের দাম আরও ভয়াবহ আকার ধারণ করবে।