এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
১৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিরীন আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন এবং বড়াকোঠা ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাসিমা বেগমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেত্রীবৃন্দ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি ও জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বকে শক্তিশালী করতে মহিলা দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।