মোস্তাফিজুর রহমান লিটন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
চাঁ*দাবাজির সংবাদ প্রচারের পর স*ন্ত্রাসীরা ক্ষি-প্ত হয়ে সঙ্ঘ*বদ্ধভাবে ব্যবসায়ী সাইফুল্লাহ’র বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় হা*মলা ও ভাং*চুর চালায়। প্রাণভ-য়ে পরিবারসহ আত্ম*গোপনে সাইফুল্লাহ। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য চাঁ*দা না পেয়ে ক্ষি*প্ত হয়ে , বরগুনা জেলার কালির তবক গ্রামের পিতা মোঃ আবদুস সোবাহান এবং মাতা ফাতিমা বেগমের চতুর্থ সন্তান মোঃ সাইফুল্লাহ (৩২) নামের এক ব্যবসায়ীর বাসায় হা*মালা চালিয়ে ভাং*চুর করেছে সন্ত্রা*সী সুরুজ মোল্লা, আলী আকবর ও তাদের সাঙ্গ*পাঙ্গরা। সাইফুল্লাহ’র রাজধানীর দক্ষিন বনশ্রীর বাসায় হামলা ও ভাং*চুর করেই ক্ষান্ত হয়নি তারা। হা-মলা ও ভাং-চুর করা হয়েছে সাইফুল্লাহ’র খিলগাঁওয়ের নন্দীপাড়া ত্রিমোহনীর ব্যবসা প্রতিষ্ঠানেও। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর ব্যবসায়ী সাইফুল্লাহ ফোন বন্ধ করে রাখলে হোয়াটসঅ্যাপে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের অনবরত মৃ*ত্যুর হুম-কি দেয়া হচ্ছে। প্রাণভ*য়ে পরিবারসহ আত্মগোপনে আছেন ব্যবসায়ী সাইফুল্লাহ।
গোপন মাধ্যমে সাইফুল্লাহ জানান, চাঁ-দা না দেয়ার কারনে সুরজ মোল্লা ও আলী আকবর গত ১৬ আগস্ট আমার উপর হা*মলা করে এবং আমি মারাত্মকভাবে আহত হয়ে মৃ-ত্যুর মুখ থেকে ফিরে আসি। সুরজ গংদের হাত থেকে বাঁ-চতে পরিবারসহ পালিয়ে গ্রামের বাড়ি বরগুনা চলে যাই এবং চিকিৎসা নেই। এই ঘটনা স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় ক্ষি-প্ত হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার বনশ্রীর বাসায় হামলা চালিয়ে ভাং-চুর করেছে সুরজ মোল্লা এবং আলী আকবররা।
সাইফুল্লাহ আরো জানান, হা*মলাকারীরা স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরু-দ্ধে কোনো আইনী পদক্ষেপ নিতে সা*হস পাচ্ছিনা আমি।
উল্লেখ্য, চাঁ*দা না দেয়ার কারণে মোঃ সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ীর উপর গত (১৬ আগাস্ট) শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় হা-মলা করা হয়। হামলায় মা-রা-ত্মকভাবে আ-হত হন সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ী। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সাইফুল্লাহর বাম হাত ভে-ঙে যায়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরেও মোঃ সাইফুল্লাহর বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হা-মলা করা হয়। এবং ধারাবাহিকভাবে হ*ত্যার হু*মকি দিকে আসছে।
ঘটনাসূত্রে জানা যায়, মোঃ সাইফুল্লাহ দীর্ঘ আট বছর যাবত রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী পরিবারসহ বসবাস করে আসছিলেন। সাইফুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। তিনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল (ইট, বালু, পাথর, ব্লক ইত্যাদি) সাপ্লাইয়ের ব্যবসা করেন।
সাইফুল্লাহ জানান, খিলগাঁওয়ের সুরজ মোল্লা, পিতা-মাহাতাব মোল্লা, আলী আকবর, পিতা- মৃত সৈয়দ আলী এবং তার সা*ঙ্গপা*ঙ্গরা দীর্ঘদিন যাবত তার কাছে চাঁ-দা দাবি করে আসছিলেন। চাঁ*দা না দিলে তাকে প্রা-ণ-নাশের হু*মকি দেন।
সাইফুল্লাহর অভিযোগ, ২০২৪ সালে তার বিরুদ্ধে মি-থ্যা মা*মলা দেন আলী আকবর। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী দু’টি ষ*ড়যন্ত্রমূলক মি*থ্যা হ*ত্যা মামলা দিয়ে সাইফুল্লাহকে হয়রানি করা হয়।
সুরজ মোল্লার সাথেও যোগাযোগ করার চেষ্টা করে ও যোগাযোগ করা যায়নি।