রূপসা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য এফ এম মনিরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নিয়ামত আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাচন কমিশন সদস্য অ্যাডভোকেট তাফছিরুজ্জামান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা জমাদ্দার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম আজিজুল ইসলাম।
এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খান ওলিয়ার রহমান, সাবেক যুবদল নেতা সৈয়দ কামরুজ্জামান নান্টু, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য আসাদুর রহমান পাইক, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, ছাত্রনেতা ইসরাইল বাবু, সৈয়দ শাহিনুর রহমান, জি এম হিরোক, আবুল কাশেম, মো. মাইনুল হুদা রুবায়, জি এম রকিবুল ইসলাম, সুজন শেখ, সাইদুল শেখ, সুমন শেখ, সোহেল শেখসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বিএনপির আদর্শকে শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।