সুবর্ণ নিউজ ডেস্ক
খুলনার সোনাডাঙ্গা থানার বহুল আলোচিত টগর হ’ত্যা মামলার প্রধান আসা’মি মো. মাসুম হাওলাদার (২৬)কে গ্রে’ফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে র্যাব-৬ খুলনা ও র্যাব-১ ঢাকার যৌথ অভিযানে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রে’ফতারকৃত মাসুম বরিশালের বাখেরগঞ্জ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগ গলিতে বসবাস করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম মনোয়ার হোসেন টগর (২৭) ও আসামিদের মধ্যে দীর্ঘদিনের শ-ত্রুতা ছিল। এর জের ধরে গত ১ আগস্ট রাতে আসা-মিরা পরিকল্পিতভাবে টগরের বাড়িতে হামলা চালায়। এসময় প্রধান আসামি মাসুম ধারালো অ-স্ত্র দিয়ে টগরের বুকে আ-ঘাত করে গুরুতর জ’খম করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
ঘটনার পর টগরের পিতা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় হ*ত্যা মা-মলা দায়ের করেন। মামলাটি প্রকাশিত হওয়ার পর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই র্যাব আসামিদের গ্রে*ফতারে গো-য়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।