রূপসা প্রতিনিধিঃ
রূপসার পূর্ব শত্রুতার জেরে ২ সেপ্টেম্বর দুপুরে ভবানীপুর গ্রামের তোহিদুল ইসলামের ক্রয় কৃত জমিতে, একই গ্রামের খালেদা পারভিন সিনথিয়া লাখী প্রবেশ করে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কর্তন করায় তোহিদুল ইসলামের পিতা মোহাম্মদ আলী শেখ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী শেখ এর সাথে একই গ্রামের খালেদা পারভিন সিনথিয়া লাখীর সাথে দীর্ঘ ১৭ বছর জমি নিয়ে পুর্ব শত্রুতা চলে আসছে। মোহাম্মদ আলী শেখের ছেলে তোহিদুল ইসলাম জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করে। সে ২০২৪ সালের তার বাড়ীর পাশে ৫ শতক জমির মধ্য ৩ শতক জমি এস এম জাকির হোসেন এর কাছ থেকে ক্রয় করে জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করে। হটাৎ ২০২৫ সালের ২ সেপ্টেম্বর দুপুরে খালেদা পারভিন সিনথিয়া লাখী জোর পুর্বক প্রবেশ করে জমিতে থাকা আম গাছ, কলা গাছ, পেপে গাছ,সুপারি গাছ সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। এতে বাধা দিলে সে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ জমিতে প্রবেশ করলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।
পরবর্তিতে তোহিদুল ইসলামের পিতা মোহাম্মদ আলী শেখ নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।