আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক অঙ্গনে নতুন দিগন্ত খুলে দিল তিনটি প্রভাবশালী দেশ। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) একই দিনে এই সিদ্ধান্ত ঘোষণা করে তারা। এর মাধ্যমে জি–৭ ভুক্ত দেশের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।
প্রথমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে জানান, কানাডা এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তিনি ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
পরবর্তীতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দেন যে, স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্রে কোনো উগ্র সংগঠন বা হামাসের ভূমিকা থাকবে না।
শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভিডিও বার্তায় বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। তিনি স্পষ্টভাবে জানান, যুক্তরাজ্য এখন থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।
বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং নতুন করে শান্তি প্রক্রিয়ার সম্ভাবনা জাগাতে পারে।