ঢাকা প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা জানান, সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি ও প্রয়োজনে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে। এছাড়া সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, “নারায়ণগঞ্জসহ সারাদেশে পূজাকে কেন্দ্র করে কোন ধরনের শঙ্কা নেই। এবার সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়েছে। পূজা হবে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে।”
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, সরকারের এই নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজাকে ঘিরে জনগণের আস্থা আরও বাড়াবে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করবে।