খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা উপজেলার ঐতিহ্যবাহী হাটবাটি হাটে সরকারি উদ্যোগে নির্মিত দোতলা বিপণিবিতান উদ্বোধনের দুই বছর পেরিয়েও এখনও চালু হয়নি। ৩ কোটি ১৯ লাখ ৮৭ হাজার ৪৭০ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ভবনটি অকার্যকর অবস্থায় পড়ে থাকায় সরকারের অর্থ বিনিয়োগ ভেস্তে যাচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, ভবনটির রং উঠে গেছে; বৈদ্যুতিক বাতি, পানির কল ও বেসিন নষ্ট; এবং ভেতরে ময়লা-আবর্জনা জমে আছে। নিচতলার কিছু অংশ পরিণত হয়েছে ছাগল ও কুকুরের আশ্রয়স্থলে। এখনও ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। অথচ ওপরে ২৩টি এবং নিচে ৪টি দোকান নির্মাণ করা হয়েছিল।
স্থানীয়রা বলছেন, কোটি টাকার প্রকল্পটি শুধু উদ্বোধনের জন্যই হয়েছে, ব্যবহার হয়নি। এর ফলে সরকারের রাজস্ব আয় কমছে, এবং বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা নতুন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে দোকান বরাদ্দ দিয়ে বিপণিবিতান চালু করলে সরকারের বিনিয়োগ সার্থক হবে, বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তন্নী জানান, “মার্কেট ভবনটি সরেজমিন পরিদর্শন করেছি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। মার্কেট চালু করার প্রক্রিয়া চলছে, খুব দ্রুত দোকান বরাদ্দ দেওয়া হবে।”
এ ভবন নির্মাণ করা হয়েছিল দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (সিআরএমআইডিপি) আওতায়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফয়সাল ট্রেডার্স ৩ কোটি টাকার বেশি ব্যয়ে কাজ সম্পন্ন করে। নির্ধারিত সময়সীমা ছিল ২০২১, তবে দুই ধাপে মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রকল্প হস্তান্তর করা হয়। ২০২৩ সালের ১২ অক্টোবর তৎকালীন এমপি পঞ্চানন বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেছিলেন।