নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার রূপসা উপজেলার নারিকেলি চাঁদপুর আত্মীয়র বাড়ি থেকে পরশ (২৮) নামে একটি যুবক হারিয়ে গিয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ভোরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারিকেলী চাঁদপুর গ্রামের আত্মীয় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসে নাই। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নাই। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো গেঞ্জি ও শাল (চাদর)।
এই ঘটনায় রূপসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজের চার দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায় নাই।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর পুটিমারি ফাঁড়িতে কর্মরত বাবলু রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার কাছে কোন মোবাইল ফোন না থাকায় সনাক্ত করতে পারছিনা। তবে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।
যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন উল্লেখিত নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। মোবাইলঃ ০১৯২৫৩১৭৪৯।