শহিদুল্লাহ আল আজাদ, খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে রবিউল শিকদার (২৫) নামে এক যুবককে অ*স্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। তিনি আলাইপুর গ্রামের আকরাম শিকদারের ছেলে।
জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল আলাইপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রবিউল শিকদারকে নিজ বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ ও ঘর তল্লাশি করে অ*স্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে অ*বৈধ অ*স্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় স*ন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পাশাপাশি বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁ*দা আদায় করতো বলেও অভিযোগ রয়েছে।
গ্রে*ফতারের পর রবিউলকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।