রূপসা প্রতিনিধি:
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে স*ন্ত্রাসীদের বো*মা হা-মলা ও গু*লিবর্ষণের প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সেনেরবাজার প্রদক্ষিণ করে ঘাট এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু, জেলা যুবদল আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদল সভাপতি উজ্জ্বল সাহা ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।
সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান। এতে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় ভী*ত হয়ে স*ন্ত্রাসীরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রে*প্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।