নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। অনুদান প্রাপ্তির আবেদন ফরম ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.jpuf.gov.bd) পাওয়া যাবে।
আগ্রহী শিক্ষার্থীদের পূরণকৃত আবেদন ফরম ও প্রয়োজনীয় প্রমাণপত্র আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫টার মধ্যে ডাকযোগে বা সরাসরি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও অনুদান বাছাই কমিটির সদস্য-সচিব মো.ফরিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।