রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে ভি ডব্লিউ বি (VWB) কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের কয়েকজন নির্বাচিত সদস্য অভিযোগ করেছেন, ২০২৫-২৬ অর্থবছরের তালিকা প্রস্তুতের সময় তাদের মতামত উপেক্ষা করা হয়েছে।
অভিযোগে বলা হয়, প্রাথমিক তালিকা তাদের সামনে উপস্থাপন না করেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব সরাসরি চূড়ান্ত তালিকা তৈরি করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে জমা দিয়েছেন। ফলে জনপ্রতিনিধিদের জমা দেওয়া অনেক নাম বাদ পড়ে গেছে। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচিত কয়েকজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়েছেন। তারা তালিকাটি স্থগিত রেখে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যাইনি।