সুবর্ণ নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ প্যানেল থেকে সহিদুল্লাহ হলের শিক্ষার্থী সাদিক কায়েম ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারি হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন খাঁন, তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদি মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
তবে নির্বাচনকে ‘প্রহসনমূলক ও কারচুপি করা’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। একই অভিযোগ তুলে ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর রাতভর গণনা শেষে ভোর থেকে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর সিনেট ভবনে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।