সুবর্ণ নিউজ ডেস্ক
আদালত থেকে কা*রাগারে ফেরার পথে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অ*নৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক ব&রখাস্ত করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বর&খাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলা কারা&গার থেকে মতিউর রহমানকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদা&লতে হাজির করা হয়। হাজিরা শেষে ফেরার পথে পুলিশ স্কর্ট দল দুপুরের খাবারের জন্য যাত্রাবিরতি করে। এ সময় মতিউর রহমানকে আলাদা কক্ষে বসিয়ে খাবারের ব্যবস্থা করা হয়, আর অন্য পুলিশ সদস্যরা সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন। এই ঘটনা প্রচলিত স্কর্ট ডিউটির শৃঙ্খ&লার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, স্কর্ট ইনচার্জ দায়িত্ব পালনে গাফিলতি করেছেন এবং উপস্থিত পুলিশ সদস্যরা অনি&য়ম প্রতিরোধে উদ্যোগ নেননি। এ কারণে তাদের বিরু&দ্ধে বিভাগীয় শা*স্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের সাময়িক বর*খাস্ত করা হয়েছে। কেউ ভুল করলে ছাড় দেওয়া হবে না। অফিস আদেশে আরও বলা হয়েছে, বরখা&স্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক বেতন-ভাতা পাবেন, তবে পুলিশ লাইন্সে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং নিয়মিত রোলকল, প্যারেড ও পিটিতে অংশ নিতে হবে।
ছবি সংগৃহিত