আন্তর্জাতিক ডেস্ক
গাজা শহরের বহুতল ভবনে ইসরায়েলি বিমান হা*মলায় নতুন করে আরও ৬২ জন ফিলিস্তিনি নি*হত হয়েছেন। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভ*য়াবহ ধ্ব*ংসযজ্ঞ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এই হামলায় নিহ*তদের যোগে চলমান সং*ঘাতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হা*রিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ।
বাসিন্দাদের সরে যাওয়ার জন্য মাত্র আধা ঘণ্টা সময় দেওয়ায় আত*ঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে।
ইসরায়েলের দাবি ও ফিলিস্তিনের পাল্টা বক্তব্য
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যেসব ভবনে হাম/লা চালানো হয়েছে সেগুলো হামাসের গো*য়েন্দা কার্যক্রম ও সশ*স্ত্র তৎপরতায় ব্যবহৃত হচ্ছিল। এছাড়া সেখানে সুড়ঙ্গ ও বি&স্ফোরক ডিভাইস থাকারও দাবি করেছে তারা।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, ইসরায়েল সচেতনভাবে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। দখলদার বাহিনী হামলার ন্যায্যতা প্রমাণ করতে প্রতারণার আশ্রয় নিচ্ছে।
শিশুদের করুণ মৃ*ত্যু-
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সং*ঘাতে এ পর্যন্ত ১৯ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বং&স হয়ে গেছে।
জাতিসংঘের সত&র্কবার্তা-
জাতিসংঘ সতর্ক করেছে, যদি ইসরায়েল গাজা নগরী দখলের অভিযান চালায় তবে পরিস্থিতি ভ&য়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নেবে।
ছবি সংগৃহিত