সুবর্ণ নিউজ ডেস্ক
নড়াইলের লোহাগড়ায় যুবদল কর্মী সালমান খন্দকার হ*ত্যার ঘটনায় চা*ঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। তাদের দাবি, সালমানকে হ*ত্যার মূল পরিকল্পনা করেছিলেন তারই আপন চাচা রিপন খন্দকার। প্রতিপক্ষকে ফাঁ*সাতে এই হ-ত্যাকা-ণ্ডে যুক্ত করা হয় কিশোর গ্যাং-য়ের সদস্যদের।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতার ও উদ্ধার
ঘটনার সঙ্গে জড়িত শিপন শেখ (৩২) নামে এক আসা*মিকে শুক্রবার গভীর রাতে কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামে নিজ বাড়ি থেকে গ্রে*ফতার করে পুলিশ। তার স্বী*কা*রোক্তির ভিত্তিতে পাশের বাড়ির খড়ের গাদার ভেতর থেকে হ*ত্যায় ব্যবহৃত একটি ধারা*লো গু*প্তি উ*দ্ধার করা হয়েছে।
ওসি জানান, এর আগে গত ১৭ আগস্ট এ মামলায় জড়িত নয়ন কাজীকে গ্রে*ফতার করা হয়। তার দেওয়া তথ্য ও তদন্ত বিশ্লেষণ করে শিপনের সম্পৃক্ততা চি*হ্নিত করা হয়।
হত্যার পরিকল্পনা
তদন্তে বেরিয়ে এসেছে, সালমানের নামে আগে থেকেই একটি হ*ত্যা মা*মলা ছিল। সেই মা*মলার পাল্টা দেওয়ার জন্য এবং প্রতিপক্ষকে ফাঁ*সিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে চাচা রিপন খন্দকার পরিকল্পনা করেন তাকে হ*ত্যা করার।
এই পরিকল্পনায় যুক্ত হন স্থানীয় নেতা নয়ন খন্দকারসহ আরও কয়েকজন। পরে মালয়েশিয়া প্রবাসী কি*শোর গ্যা-ং লিডার স্বপন কাজীর মাধ্যমে আট থেকে নয়জন গ্যা-ং সদস্যকে ভাড়া করা হয় প্রায় আট লাখ টাকায়।
ঘটনার দিন রাতে চাচা রিপন সালমানকে কাউলিডাঙ্গা বিলের একটি ইটভাটায় নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিল গ্যা*ং সদস্যরা। সালমান পৌঁছানোর পর চাচা রিপন নিজ হাতে তাকে ফেলে দেন মাটিতে, এরপর গ্যা*ং সদস্যরা এ*লো-পাতাড়ি কু-পিয়ে হ*ত্যা করে।
মামলার অগ্রগতি
গ্রে*ফতার শিপন শেখ আদালতে হ*ত্যা*কাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বী*কার করেছেন। পুলিশ জানিয়েছে, অন্যান্য আ*সা*মিদের গ্রে*ফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে সকালে শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমানের র*ক্তাক্ত ম*রদেহ উ*দ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহ-তের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হ*ত্যা মা*মলা দায়ের করেন।