রংপুর প্রতিনিধি
রংপুরে এক কর্মী সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পরিচ্ছন্ন ইমেজের নেতাদের মনোনয়ন দেওয়া হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ৩শ’ আসনে প্রার্থী নিশ্চিত করা। যাদের নামে মা*মলা নেই, সৎ ও গ্রহণযোগ্য এবং নির্বাচনে জেতার মতো জনসমর্থন রয়েছে— কেবল তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”
মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, নির্বাচনের সময় স*ন্ত্রাস বা অ-রাজকতা দেখা দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই জাতীয় পার্টির ওপর যে কোনো আ*ঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।