রূপসা প্রতিনিধি:
বাংলাদেশের জামায়াতে ইসলামী আইচগাতী ইউনিয়নের আইচগাতী ওয়ার্ডের উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা সবুরুন্নেছা কলেজে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সভায় আইচগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হেকমত আলী সভাপতিত্বে ও ভোট কেন্দ্র পরিচালক হাফেজ মাওলানা মেসবাহ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন আইজগাতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ভোট কেন্দ্র সচিব মোঃ শেখ সাদী লিটন, যুব বিভাগের ১ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ গোলাম রসুল, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ আলী প্রমুখ।