রূপসা প্রতিনিধি:
খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, এদেশের মানুষ ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ। শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু। শ্রমজীবী মানুষ ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমজীবী মানুষকে ন্যার্য পাওনা দেওয়া হয় না। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যত ভালো। দেশের মানুষ জামায়াত ইসলামকে রাষ্টীয় ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি।
এ দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। বাংলাদেশে কুরআনের পার্লামেন্ট গঠন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। আমরা যেন শহীদের রক্তের সাথে বেইমানি না করি এটা খেয়াল রাখতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ৩নং নৈহাটী ইউনিয়ন আয়োজিত নৈহাটী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নায়েবে আমীর ডাঃ রেজাউল কবীর খান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ্ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জসিম উদ্দীন, নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুফতি মাওলানা মহিউদ্দীন।
নৈহাটী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনর সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন
নৈহাটি ইউনিয়ন জামায়াতের এ্যাসিস্টান সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, সাবেক বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফাহাদ গাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল কাদের, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, সত্যের সাক্ষ শিল্পী গুষ্টির সদস্য হুসাইন মোঃ জিকু প্রমুখ।