স্টাফ রিপোর্টার – সুবর্ণ নিউজ
একুশে আগস্ট গ্রেনেড হামলা মা*মলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আ*সামির খালাসের রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হাইকোর্টের আদেশ বাতিল করা হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, হর*কাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ যেসব আ*সামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, তা স্বপ্রণোদিত ছিল না। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ভ*য়াবহ গ্রেনেড হামলায় নিহ*ত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী।
বহুল আলোচিত এ মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাব*জ্জীবন কা*রাদণ্ড দেন। তবে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট এ রায় বাতিল করে খালাস দেন। আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করায় মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।