যশোর প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নলামারা এলাকায় গৃহবধূ মুন্নি খানম (১৯) হ*ত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর অভিযান চালিয়ে তার প্রেমিক মো. সোহেল সরদার (২১) কে গ্রে/ফতার করেছে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সোহেলকে শনাক্ত করা হয়। পরে যশোর পিবিআই ও কেরানীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি মেস থেকে তাকে আট*ক করে।
গ্রেফ*তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি জানান, প্রায় ১৪ মাস আগে মুন্নির বিয়ে হয় খুলনার তেরাখাদা উপজেলার হৃদয়ের সঙ্গে। বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। গত ২৯ আগস্ট মুন্নি খুলনা থেকে বাবার বাড়ি কালিয়ায় আসেন। সেদিন সন্ধ্যায় তিনি আর শ্বশুরবাড়িতে ফেরেননি।
রাত ৯টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে মুন্নি ও সোহেলের দেখা হয়। সেখানে মুন্নি সোহেলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু সোহেল রাজি না হওয়ায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ক্ষি*প্ত হয়ে তাকে হ*ত্যা করে পাশের ডোবায় ফেলে দেন। হ*ত্যার পর মুন্নির গলার স্বর্ণের চেইনও নিয়ে যায়, যা পরে তার বাড়ির বাঁশঝাড় থেকে উ*দ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২৯ আগস্ট সন্ধ্যার পর থেকে মুন্নি নি*খোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খুঁজেও না পাওয়ায় ১ সেপ্টেম্বর তার মা থানায় অভিযোগ দায়ের করেন। পরে ২ সেপ্টেম্বর স্থানীয় একটি ডোবা থেকে অর্ধগলিত মর*দেহ উদ্ধার করে পুলিশ, যা পরিবার শনাক্ত করে।
বর্তমানে গ্রেফ*তারকৃত সোহেলকে আদালতে পাঠানো হয়েছে বলে পিবিআই নিশ্চিত করেছে।