মোস্তাফিজুর রহমান লিটন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন উপজেলা নির্বাহী অফিসার একান্ত প্রচেষ্টায় জন আগ্রহের শিশু পার্কের উদ্বোধন করা হয়। পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান।আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ পার্কের উদ্বোধন করা হয়।
আমতলী উপজেলা পরিষদের উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে শিশুদের বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড এবং সামনের পুকুরে প্যাডেল বোড দিয়ে একটি আধুনিক মানের শিশু পার্ক স্থাপন করেন আমতলী উপজেলা প্রশাসন। পার্কটি বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম, ইউএনও পত্নী আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মো: ফিরোজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন, বিএনপি নেতা মোঃ জামাল হোসেন,সাংবাদিক, শিক্ষকসহ শতাধিক শিশুসহ অভিভাবকরা।
পার্কটি উদ্বোধনের পরপরই খেলায় মেতে ওঠেন শিশুরা। পার্কে আশা শিশু জায়ান বলেন, পার্কে এসে আমার খুব ভালো লাগছে। এখানে বাঘ, হরিন, ময়ূর জিরাফ, ঈগল, দোলনাসহ নানা রকমের খেলনা রয়েছে। এখন থেকে প্রতিদিন এগুলোতে আমরা মজা করে খেলতে পারবো। শিশুর সঙ্গে পার্কে আশা গৃহিনী রাবেয়া বেগম বলেন, ইউএনও স্যারের জন্য আমাদের শিশুরা এখন পার্কে খেলতে পারবে। আমরা স্যারের জন্য দোয়া করি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামন খান বলেন, আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। মেধা বিকাশের জন্য শিশুদেও বিনোদন অত্যান্ত জরুরী। তাই আমি শিশুদের কথা চিন্তা করে এই পার্কটি স্থাপনের উদ্যোগ নিয়েছি। আশা করি শিশুরা এখন থেকে প্রতিদিন এই পার্কে আনন্দ বিনোদনের সুযোগ পাবে। তিনি এই পার্কটি পরিস্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য শিশুদের সাথে আসা অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন।