সুবর্ণ নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত আইনে নতুন একটি অধ্যাদেশ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট করা হয়েছে, কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে তিনি আর কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো পদেও দায়িত্ব পালন করতে পারবেন না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এ নতুন সেকশন ২০ (সি) সংযোজন করা হয়েছে। এর আওতায় যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সেকশন ৯ (১) অনুযায়ী অভিযোগপত্র দাখিল হয়, তবে তিনি সংসদ সদস্য বা অন্য কোনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য থাকবেন না।
একইসঙ্গে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, চেয়ারম্যান, কমিশনার, মেয়র কিংবা প্রশাসক পদে প্রার্থী হতে পারবেন না। এমনকি সরকারি চাকরি বা অন্য কোনো রাষ্ট্রীয় পদেও নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।