সুবর্ণ নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ), যা বম পার্টি নামেও পরিচিত, তাদের একটি গোপন প্রশিক্ষণ শিবিরে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় এক মাসব্যাপী বিশেষ এই সামরিক অভিযান চলে গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত।
সেনাবাহিনীর টহল দল ওই সময় জনবসতিহীন সীমান্ত এলাকায় কেএনএ’র গোপন প্রশিক্ষণ ক্যাম্প শনাক্ত করে এবং সেখানে তল্লাশি চালায়। অভিযানে উদ্ধার করা হয় কাঠের তৈরি প্রশিক্ষণ রাইফেল, স্নাইপার অ*স্ত্রের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ রাখার পাউচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেলসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম।
এছাড়াও প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগতভাবে নির্মিত স্থাপনাগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনাবাহিনীর অভিযানের কারণে দীর্ঘদিনের আ*তঙ্ক অনেকটা কমেছে। একজন গ্রামবাসী বলেন, “আমরা ভয় পেতাম পাহাড়ি এলাকায় যাতায়াত করতে। এখন আশা করছি শান্তি ফিরে আসবে।”
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সশ*স্ত্র গোষ্ঠীর কার্যক্রম দমন এবং সীমান্তবর্তী এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। তাদের মতে, “গো*পন ঘাঁটি ধ্বং*স হওয়ায় ভবিষ্যতে সংগঠিত স*ন্ত্রাসী তৎপরতা অনেকাংশে দুর্বল হয়ে পড়বে।”
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।