খাঁন মোঃ শফিকুল ইসলাম
ইসলামে প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি সবসময়ই মানবিক, সহমর্মিতাপূর্ণ এবং সম্মানজনক। পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে— আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া ও সৎকর্মের ভিত্তিতে, শারীরিক সক্ষমতা দিয়ে নয়।
প্রবক্তা মুহাম্মদ (সা.) তাঁর জীবদ্দশায় প্রতিবন্ধী সাহাবিদের প্রতি বিশেষ দয়া ও সম্মান প্রদর্শন করেছেন। ইতিহাসে দেখা যায়, অনেক অন্ধ ও শারীরিকভাবে অক্ষম সাহাবিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল। যেমন— আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) ছিলেন অন্ধ, তবুও তিনি বহুবার মদিনায় রাসুল (সা.)-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবেও সম্মানিত ছিলেন।
ইসলাম সমাজকে নির্দেশ দিয়েছে যেন প্রতিবন্ধীদের কখনও অবহেলা বা তুচ্ছ-তাচ্ছিল্য না করা হয়। বরং তাদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে সমাজে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, ইসলামের শিক্ষায় প্রতিবন্ধীরা কোনোভাবেই বোঝা নয়; বরং তারা সমাজের সমান মর্যাদাসম্পন্ন সদস্য। ইসলাম তাদের অধিকার রক্ষায় বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবন্ধীদের প্রতি যত্নশীল আচরণ করা ধর্মীয় দায়িত্বও বটে।