শহীদুল্লাহ আল আজাদ
খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “পরিকল্পনা সঠিক না হলে বাস্তবায়ন সফল হয় না। তাই জলাবদ্ধতা সহ নগরীর সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।” তিনি আরও জানান, ভূমি অফিসে খাজনা পরিশোধ, মিউটেশনসহ বিভিন্ন কাজে কেউ হয়রানির শিকার হলে তার অভিযোগ গুরুত্বের সঙ্গে সমাধান করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোন পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সরকারি প্রতিষ্ঠানের দখলকৃত জমি উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পদক্ষেপ নিলে জেলা প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য গণমাধ্যমের কাছে দ্রুত ও সহজভাবে সরবরাহ করার আশ্বাস দেন তিনি।
এসময় জেলা প্রশাসক বলেন, “আমি খুলনায় আপনাদের অভিভাবক হিসেবে নয়, সহযোগী হয়ে কাজ করতে চাই।”
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।